নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১২১৩টি মামলায় ২০,১০,৫০০ টাকা জরিমানা এবং ১৩০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ সকল তথ্য জানায়।
আরও পড়ুন: সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেফতার
তিনি জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে দিন-রাত কাজ করছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইনে ১২১৩টি মামলায় মোট ২০,১০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ