নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এদিকে সড়কে বিশৃঙ্খলা এবং আইন অমান্য করায় ১ দিনে ট্রাফিক আইনে ৭৯৯টি মামলায় মোট ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেন ট্রাফিক বিভাগ। এ সময় ৫৩টি গাড়ি ডাম্পিং ও ২৯টি গাড়িকে রেকার করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ সকল তথ্য জানায়।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২ জন ঢামেকে
রোববার (১৩ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে দিন-রাত কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় ১ দিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৯৯টি মামলায় মোট ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা এবং ৫৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়াও ২৯টি গাড়িকে রেকার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ