নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুররে ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আহত অবস্থায় ২ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ৩
আহতরা হলো, হৃদয় (২১) ও ফাহাদ (১৮)।
আহত হৃদয়ের বড় ভাই আমজাদ জানান, আমার ভাই হৃদয় লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সোমবার ভোরে পাশের বাড়ির ১ বন্ধুর সাথে গ্যাস রিফিল করতে ফিলিং স্টেশনে যায়। এ সময় যেই বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলো আমার ভাই। এরপর বিস্ফোরণের ঘটনা ঘটলে আমার ছোট ভাই আহত হয়। এখন ওই ঢামেক হাসপাতালের ১০২ নাম্বার ওয়ার্ডের চিকিৎসাধীন আছে।
আহত ফাহাদের বড় ভাই রাহাত জানান, আমার ছোট ভাই ফাহাদ পেশায় ১জন সিএনজি চালক। সোমবার ভোরে ওই লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নিতে গেলে হঠাৎ একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে ঐ অপারেশন থিয়েটারে আছে।
আরও পড়ুন: গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর আটক
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সোমবার সকালে লক্ষ্মীপুর থেকে আহত অবস্থায় ২ যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে. বর্তমানে তারা ২ জন ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন।
সান নিউজ/এমএইচ