নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজা নিয়ে শঙ্কার কিছু নেই।
আরও পড়ুন: একনেক সভা অনুষ্ঠিত
সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবারের পূজায় এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
আইজিপি আরও বলেন, সারা দেশে প্রায় ৩১ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। সব পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তারা ২৪ ঘণ্টায় কাজ করবেন। যদি কেউ শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটায় বা অপতৎরতা চালায়, সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে। ইলেক্ট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যেন মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াতে না পারে, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। নিরাপত্তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
সান নিউজ/এএন