নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, পুলিশের গরহাজির সদস্যদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: একনেক সভা অনুষ্ঠিত
সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ময়নুল ইসলাম বলেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, আমাদেরও অনেক পুলিশ সদস্য আসামি হয়েছেন, এসব সদস্যদের মধ্যে যাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি ইতোমধ্যে সে সব সদস্যদের অনেককেই গ্রেফতার করেছি। ১৭ পুলিশ সদস্যের মধ্যে সিনিয়র কর্মকর্তারাও রয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। আমাদের অনেক সদস্য রয়েছে যারা মামলার আসামি হয়েছে, আবার অনেকেই যারা বিভিন্ন কারণে এই কর্মস্থলে থাকছেন না।
সান নিউজ/এএন