নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর “সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪” এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনী সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় ১ম পর্বের এ পদোন্নতি পর্ষদে বাহিনীরটির কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
আজ রোববার (৬ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন: ট্রাফিক আইনে ১৬৭ গাড়ি ডাম্পিং
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ফলে মানুষের কাছে সেনাবাহিনী আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
তিনি আরও বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এ পদোন্নতির দাবিদার। দেশের রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে বলেও নির্দেশনা দেন।
আরও পড়ুন: নতুন উপদেষ্টার সন্ধানে সরকার
এ সময় উপস্থিত ছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা সচিব, চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
সান নিউজ/এমএইচ