নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৫ অক্টোবর) দুপরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানায়। এই শোক বার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
আরও পড়ুন: বদরুদ্দোজার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
এদিকে, ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার (২ অক্টোবর) সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৩টায় তিনি মারা যান। মৃত্যূর সময় তার বয়স হয়েছিলো ৯৪ বছর।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এর পরে রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন তাকে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন।
সান নিউজ/এমএইচ