নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে উপকূলীয় ৬ রুটের নৌযান চলাচল আজ বন্ধ থাকছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (৫ অক্টোবর) সকালে এ তথ্য জানায় বিআইডব্লিউটিএ।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টা-জামায়াতের বৈঠক আজ
বিআইডব্লিউটিএ'র জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করায় এবং উপকূলীয় অঞ্চলের নদী উত্তাল থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে (ঢাকা-হাতিয়া), (ঢাকা-বেতুয়া), (ঢাকা-খেপুপাড়া), (ঢাকা-চরমোন্তাজ), (ঢাকা-রাঙ্গাবালী), (ঢাকা-মনপুরাগামী) উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তার আগে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা থেকে এই ৬টি রুটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর শুক্রবার থেকেই প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। এদিকে শনিবার সকাল থেকে টানা বৃষ্টি।
সান নিউজ/এমএইচ