নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (৪ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অপসারণের দাবি
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও রাজধানীর পল্লবী ও খিলগাঁও থানার আরও ২টি মামলার এজাহার নামীয় আসামি তিনি।
উল্লেখ্য, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরও ৩টি মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে তাকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমএইচ