নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু বায়েজিদ (৩) মারা গেছে। এ ঘটনায় দগ্ধ ৩ জনেরই মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অপসারণের দাবি
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে ৩ জন আমাদের এখানে এসেছিলো। তাদের মধ্যে বায়েজিদ নামে ১ শিশু আইসিইউতে মারা যান। তার শরীরের মোট ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিরো। এর আগে মঙ্গলবার শিশুটির বাবা টোটন এবং বুধবার মা নিপা আইসিইউতে মারা যান। স্বামী টোটনের শরীরের মোট ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান।
তার আগে, গত (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে এই ঘটনাটি ঘটে। এরপর দ্রুত তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
সান নিউজ/এমএইচ