নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুভ মহালয়া আজ। এদিনে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হবে। মূলত এ দিন থেকেই শুরু দুর্গাপূজার ক্ষণ গণনা।
বুধবার (২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: হর্ন বাজালে জরিমানা
এছাড়াও এই মহালয়ার অনুষ্ঠান করেছে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, শ্রী রমনা কালীমন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটি, ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি, উত্তরা সার্বজনীন পূজা কমিটি এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।
সান নিউজ/এমএইচ