নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৮৮টি মামলা ও ৩০,২০,২৫০ টাকা জরিমানা এবং ১৮৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়াও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস
তিনি জানান, ঢাকা মহানগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে দিন-রাত কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় রোববার (২৯ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৮৮টি মামলায় মোট ৩০,২০,২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও এই অভিযানে ১৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৭০টি গাড়ি রেকার করা হয়েছে।
সান নিউজ এমএইচ