নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলার আশুলিয়া এলাকায় একটি কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার রিমান্ড মঞ্জুর করা হয়।
আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫
এ সময় আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ভূইয়া তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরপর আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। এর পরে মামলার শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায় যে, সোমবার (৫ আগস্ট) দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় (২-৩) হাজার ছাত্রজনতা রাস্তায় নামে। এ সময় আসামিদের নির্দেশে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। এর এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও ওদের আক্রমণের মুখে পড়ে। পরে তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন।
আরও পড়ুন: অপরাধ নিয়ন্ত্রণে ক্র্যাব-ডিএমপি
এই ঘটনায় গত রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এই মামলায় সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ২ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
সান নিউজ/এমএইচ