নিজস্ব প্রতিবেদক: রাজধানী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ সকল তথ্য জানায়।
আরও পড়ুন: দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক আইনে ৭৩৫টি মামলা করা হয়েছে। এই মামলায় মোট ২৯ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৩২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
সান নিউজ/এমএইচ