নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে গত মঙ্গলবার ও বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিলো। এর পরে আজ বুয়েট প্রশাসনের সাথে আলোচনায় বসবেন শিক্ষার্থীরা। এ সময় তারা ক্লাস-পরীক্ষায় কবে ফিরবেন, সেই বিষয়ে আলোচনায় সিদ্ধান্ত হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) এই আলোচনার আয়োজন করা হবে।
আরও পড়ুন: আজ রাতে বন্ধ থাকতে পারে ইন্টারনেট
সাম্প্রতি বুয়েটের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ডাকে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা। সেই দিন বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সাথে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করেন। এ সময় তাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ছাত্রলীগের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করে দেয় বুয়েট কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীদের দেওয়া অভিযোগের তালিকায় যে ৫৫ জনের নাম ছিলো, তার বাইরেও বেশ কয়েকজনের আসন বাতিল করা হয় বলে জানায় শিক্ষার্থীরা।
সান নিউজ/এমএইচ