শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
সংগৃহীত ছবি
জাতীয় প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২৩
সর্বশেষ আপডেট ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২৩

ড. ইউনূস-বাইডেনের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিগত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে হতে যাওয়া বৈঠকে ২ দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি আঞ্চলিক ইস্যু আলোচনায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এই বৈঠক হবে।

আরও পড়ুন: নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

বৈঠকের সংশ্লিষ্টরা জানান, এই বৈঠকে ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। তবে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার আলোচনায় গুরুত্ব পাবে। একই সাথে আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে, সেটি নিয়ে বাইডেনের সাথে আলোচনা করতে পারেন ড. ইউনূস। এই ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত-মিয়ানমার প্রসঙ্গ আসতে পারে।

ড. ইউনূস-বাইডেনের এ বৈঠকে আলোচনায় কোন বিষয়গুলো আসতে পারে বলে এমন প্রশ্নে ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিক জানান, দেশের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক দিয়ে বিবেচনা করে। বর্তমানে বাংলাদেশ-ভারতের সম্পর্ক কিছুটা খারাপ যাচ্ছে। ওয়াশিংটনে নরেন্দ্র মোদির সাথে বাইডেনের হওয়া বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। ভারতের সাথে কৌশলগত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। ড. ইউনূস-বাইডেনের বৈঠকে ভারত প্রসঙ্গ আসতে পারে। এক্ষেত্রে ২ দেশের সম্পর্ক উন্নয়নে দূতিয়ালি করার সুযোগ থাকবে বাইডেনের।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে

এই কূটনীতিক জানান, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে। এই সরকার এটা নিয়ে অনেক আন্তরিকতা দেখাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরে সংস্কার নিয়ে আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে। এতে বিশেষ করে অর্থনৈতিক সংস্কার। এক্ষেত্রে সংস্কার ইস্যু বা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে। মিয়ানমার পরিস্থিতি নিয়েও কথা আসতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া , অপেক্ষায় তারেক!

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসেই দেশে ফিরতে পারেন ব...

ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলে, পড়ল সৌদিতে

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র...

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা