নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।
আরও পড়ুন: আমরা প্রতিশোধের বিচার করতে চাই না
তার আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্মরণকালের ৫৭ সদস্যের ছোট একটি প্রতিনিধিদল নিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করেন।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের ১ম বিদেশ সফর। এ সফরে তার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক হতে যাচ্ছে।
সান নিউজ/এমএইচ