নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে বৃষ্টি বাড়তে পারে। তবে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন : সব কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানায় সংস্থাটি।
আবহাওয়াবিদ নাজমুল হক জানান, পূর্বাভাস অনুযায়ী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মৌসুমি লঘুচাপ। তবে সমুদ্রবন্দরগুলোতে এখনো সতর্ক সংকেত দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।
সান নিউজ/এমআর