নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চললেও এখনো বন্ধ রয়েছে ২২টি কারখানা। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৬টি ও বাকি ৬টি কারখানায় সাধারণ ছুটি চলছে।
আরও পড়ুন : দেশে তাপপ্রবাহের আভাস
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।
দেখা গেছে, সকাল ৮টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। এখনও পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভসহ শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : ফের রিমান্ডে সালমান-আনিসুল হক
তবে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলটিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অব্যাহত আছে শিল্পাঞ্চলে সেনা টহল।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে। খোলা কারখানায় উৎপাদন চলছে। তবে এখনো বন্ধ রয়েছে ২২টি পোশাক কারখানা। আশা করা যাচ্ছে শনিবার সব বন্ধ কারখানা খুলে দেবে কারখানা কর্তৃপক্ষ।
সান নিউজ/এমআর