নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই এর ফলে দেশের সমুদ্র বন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: ভোলায় কোটি টাকার গ্যাসের সন্ধান
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
অপরদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা ও সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সান নিউজ/এএন