নিজস্ব প্রতিবেদক: ভদ্র মাসের শেষ দিনে স্থল নিম্নচাপের প্রভাবে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। সপ্তাহের ১ম কর্মদিবসে অফিস কিংবা কর্মস্থলের উদ্দেশ্যে সকাল থেকে যারাই বের হয়েছেন তারা কোনো না কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত ১
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর উত্তরা, মিরপুর, ইসিবি, বিশ্বরোড, কুড়িল, নর্দা এলাকা ঘুরে এমন চিত্র চোখে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির তীব্র চাপ। ফলে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। প্রতিটি সিগন্যাল পার হতে যাত্রীদের আগের তুলনায় অতিরিক্ত সময় লাগছে। আবার অনেক মিনিবাস মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলছে। এতে এর পেছনে তৈরি হচ্ছে গাড়ির সারি।
মিরপুর, ইসিবি চত্বর, কুড়িল এলাকার চিত্র আবার কিছুটা ভিন্ন। সড়ক খালি থাকলেও ছিল গাড়ির সংকট। অনেকক্ষণ পরপর গাড়ি আসার কারণে দীর্ঘসময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও যাত্রীরা বাসে উঠতে পারছিলেন না। প্রতিটি গাড়িই ছিল যাত্রীতে ঠাসা।
বাসের জন্য অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, ২০ মিনিট ধরে বাড্ডা রোডের গাড়ির জন্য অপেক্ষা করছি। প্রতিটি গাড়ির গেট পর্যন্ত মানুষজন ঝুলে দাঁড়িয়ে আছে। একদিকে বৃষ্টি, অপরদিকে অফিস। ঘরে বসে থাকার সুযোগ নেই। যেভাবেই হোক অফিসে পৌঁছাতে হবে। অন্যদিনের তুলনায় আজ গাড়ি অনেক কম মনে হচ্ছে।
আরও পড়ুন: ড. ইউনূস-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
এ অবস্থায় বেশি সমস্যায় পড়েছেন নারী যাত্রীরা। এক যাত্রী বলেন, এমনিতেই বাস পুরোপুরি ভরে আসছে। তারপর এখানে থামলেও পুরুষরা উঠতে পারছে। নারীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি।
বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন রিকশা চালক, ফুটপাতের ভাসমান দোকানি এবং নিম্ন আয়ের মানুষেরাও। জীবন-জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই রিকশা চালাতে দেখা গেছে অধিকাংশদের।
সান নিউজ/এএন