নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেছে মার্কিন প্রতিনিধি দল।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক ভাবে বৈঠকের পর শুরু হয় এ দ্বিপাক্ষিক বৈঠক।
আরও পড়ুন: ড. ইউনূস-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ
এ বৈঠকে মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দফরতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়াও প্রতিনিধি দলটিতে আরও ৪ জন সদস্য রয়েছেন।
এই বৈঠকের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাবে এ প্রতিনিধি দলটি। এরপর সেখানে ড. ইউনূসের সাথে বৈঠক করবেন তারা। এর পরে আবারও অতিথি ভবন পদ্মায় ফিরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথেও বৈঠকে বসবেন তারা।
আরও পড়ুন: ১৫ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস
তাছাড়া রোববার দুপুরে মার্কিন প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তারপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে আজই ঢাকা ছাড়বেন তারা।
সান নিউজ/এমএইচ