নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ২ যুবকের মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৭ ও ৩২ বছর।
আরও পড়ুন: ব্যবসায়ীদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিহত ২ যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম বলেন, গতকাল সন্ধ্যা পৌনে ৮ টার দিকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবক তেজগাঁও এলাকায় রেললাইন দিয়ে অসাবধানবশত হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি।
আরও পড়ুন: সাবেক এমপি ফজলে করিম আটক
অপরদিকে, পৃথক আরেকটি ঘটনায় একইদিন সন্ধ্যা ৭ টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেললাইন দিয়ে পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় (৩২) আরেক যুবকের। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয় বলে জানান নারায়ণগঞ্জে জেলার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেচুর রহমান।
সান নিউজ/এএন