নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব-২।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ১ খুদে বার্তায় এই তথ্যটি জানানো হয়।
আরও পড়ুন: মাথায় ইট পড়ে আহত বুয়েট শিক্ষার্থী
বার্তায় বলা হয়েছে, শুক্রবার র্যাব-২ রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়েছে। এ ই অভিযানে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ৩টি শটগান ও ৯৮টি গুলি উদ্ধার হয়। এছাড়াও ১টি পুলিশ বেল্ট উদ্ধার হয়।
এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকেই দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান শুরু করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
এ সময় পুলিশ সদর দপ্তরের ১ কর্মকর্তা জানান, সারাদেশে পুলিশের লুট হওয়া সকল ধরনের অস্ত্র এবং লাইসেন্স নেওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এরপর মঙ্গলবার রাত থেকে জোরেশোরে এই যৌথ অভিযান শুরু হয়নি। তবে শুক্রবার থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযান চালাবে।
সান নিউজ/এমএইচ