নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আ’লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্ণ হলো আজ। এরই উপলক্ষ্যে অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরও পড়ুন: শহীদ পরিবারের দায়িত্ব সরকারের
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় এই কর্মসূচি পালন করা হয়্
এ সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই কর্মসূচী পালন করছে। এদিকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে দেশের সাধারণ ছাত্র ও জনতা।
অপরদিকে, বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে ‘শহীদী মার্চ’ কর্মসূচিটি শুরু হয়। এরপর এই মিছিলটি রাজু ভাষ্কর্য, নীলক্ষেত, সায়েন্সল্যাব, কলাবাগান, সংসদ ভবন, কার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক
অন্যদিকে, রাজধানীর বাহিরে রাজবাড়ী, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও টাঙ্গাইল, চট্টগ্রাম, বরিশাল, পাবনা, নাটোর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ বেশ কয়েকটি জেলায়ও এই কর্মসূচি পালিত হয়।
সান নিউজ/এমএইচ