নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলিতে মো. সনু (৩২) নামে ১ অটোরিকশা চালক নিহত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রিমান্ডে সাবেক আইজিপি মামুন
নিহতের চাচাতো ভাই সজীব জানান, বুধবার সকালে মোহাম্মদপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল,রানা, টুনটুন, বাবুসহ (৪০-৫০) জনের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এই সময় কামাল বিরিয়ানি নামে ১টি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শট গানের গুলিতে সনু গুলিবিদ্ধ হয়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেনেভা ক্যাম্পের ৫ নাম্বার সেক্টরে থাকতো।
আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
সান নিউজ/এমএইচ