নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির রাজধানীর হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে সকাল পৌনে ৭ টায় তাকে আদালতে আনা হয়। এই সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এরপর মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ৮ দিনের রিমান্ডের আদেশ দেয়।
আরও পড়ুন: রিমান্ডে সাবেক আইজিপি মামুন
তার আগে, সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করেন। একই দিনে তার বিরুদ্ধে লাম পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় ১টি এবং হাজারীবাগ থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় তার বিরুদ্ধে গত সোমবার (৫ আগস্ট) ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পরে আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
সান নিউজ/এমএইচ