নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের মারধরের ঘটনার প্রতিবাদে সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালের রেজিস্ট্রার (নিউরো সার্জারি গ্রিন ইউনিট) আব্দুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আমরা সারাদেশে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি।
আরও পড়ুন : হজের নিবন্ধন শুরু
চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে- সারাদেশের সব হাসপাতালের আর্মিসহ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা দিতে হবে। চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে।
এদিকে, ঢাকা মেডিকেলে সমাবেশ করবেন চিকিৎসকরা। সমাবেশে দাবিসমূহের বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন তারা।
সান নিউজ/এমআর