নিজস্ব প্রতিবেদক: শুক্রবার রাজধানীর হাতিরঝিলে আল্ট্রা ক্যাম্প রানার্স আয়োজিত ইউসিআর ‘সেভেন পয়েন্ট ফাইভ কে রান’ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন বয়সী ১৫০০ জন প্রতিযোগী।
শুক্রবার (৩০ আগস্ট) ভোরে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ড.ইউনূস-নাদিরা সিম্পসনের সাক্ষাৎ
শুক্রবার এই ম্যারাথন প্রতিযোগিতায় স্লোগান ‘রানিং স্ট্রং, লিভিং লংগার’ অর্থাৎ জোরে দৌড়াও, বেশি দিন বাঁচো। এই ইভেন্টে অংশ নেয় বিভিন্ন বয়সের ১৫শ’ প্রতিযোগী। এর মধ্যে ২০০ জন রয়েছেন নারী।
এদিকে দৌড়বিদরা জানান, আমরা সুস্থ ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে সকলেরই শারীরিক ব্যায়াম ও দৌড়ের অভ্যাস করা প্রয়োজন। এ সময় আয়োজকরা বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে রাজধানীবাসির মানসিক ও শারীরিক প্রশান্তির জন্যই এমন উদ্যোগ নেয়া।
এই দৌড় শেষে মেডেল ও পুরস্কার দেয়া হয় অংশগ্রহণকারীদের।
সান নিউজ/এমএইচ