নিজস্ব প্রতিবেদক: রোববার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এ সময় তারা বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হচ্ছে মামলায়। রোববার রাতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ানোর পরে তোপের মুখে পড়ে তারা সচিবালয় ছেড়ে পালিয়ে যায় অধিকাংশ আনসার সদস্য। কিন্তু ৩৫২ জন আনসার সদস্য রয়েছেন পুলিশ হেফাজতে।
আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়ের আভাস
রোববার (২৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত তারা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। এরপর সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। এই সময় সচিবালয়ের ২ ও ৩ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা করে সাধারণ আনসার সদস্যরা।
এর পরে সচিবালয় এলাকার ৪ দিক থেকে মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ফেলে। এ সময় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা ঐ সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধর শিকার হয় আনসার সদস্যরা।
আরও পড়ুন: বুধবার চলবে পারাবত এক্সপ্রেস
তার পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় ৩ শতাধিক আনসার সদস্যকে। এ সময় তাদেরকে শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। এরপর রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের একাধিক প্রিজনভ্যানে করে তাদেরকে বিভিন্ন থানায় নেওয়া হয়।
ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান জানান, রোববার রাত পর্যন্ত সর্বমোট ৩৫২ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।
সান নিউজ/এমএইচ