নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহায়তার জন্য এবার ১ দিনের বেতন দিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশের প্রধান উপদেষ্টার গঠিত একটি ত্রাণ তহবিলে এই অনুদান প্রদান করা হবে।
রোববার (২৫ আগস্ট) ১ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানায় পিএসসি।
আরও পড়ুন: ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যরাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা দেশের বন্যার্তদের সহযোগিতার উদ্দেশে তাদের ১ দিনের বেতন প্রদান করার জন্য সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই অর্থ দেশের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করা হবে।
সান নিউজ/এমএইচ