নিজস্ব প্রতিবেদক: দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও ভারী-অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্যটি জানানো হয়েছে।
আরও পড়ুন: থাইল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস
পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা-মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী-অতি ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: ৩ দফা দাবিতে চিকিৎসকরা
এদিকে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টা-পরবর্তী ২৪ ঘণ্টায় ,ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা-মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী-অতি ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: বাতিল পরীক্ষা ফেরাতে আন্দোলন
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টা-পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা-মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী-অতি ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: বিসিবি’র জরুরি সভা আজ
এরপর আগামী ৫ দিনের শেষের দিকে এই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে।
সান নিউজ/এমএইচ