নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার জহির স্টিল মিলের সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৭) নামে ১ কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় এই ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া
নিহত কাভার্ডভ্যান চালক, নোয়াখালী জেলার সদর থানার দক্ষিণ শোলাকিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামে বসবাস করতো।
নিহতের বাবা আব্দুল কাদের জানান, আমার ছেলে রাসেল কাভার্ডভ্যান চালক ছিলো। রোববার সে চট্টগ্রাম-ঢাকায় আসে, এরপর রাতে তার সাথে আমার কথা হয়। এর পরে দুপুর আড়াইটায় খবর পাই আমার ছেলেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এ সময় এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। এদিকে তার সহকর্মী রুবেলের কাছ থেকে জানতে পারি রাস্তা পারাপারের সময় ১টি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
আরও পড়ুন: বিআরটিএ সার্ভার সচল
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
সান নিউজ/এমএইচ