নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা না বলে সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রোববার (১৮ আগস্ট) বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ১ বার্তায় এই তথ্যটি জানায়।
আরও পড়ুন: হারুনের ব্যাংক হিসাব জব্দ
এতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় দেশের সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমূহে বিরূপ একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং এরই ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে। এমতাবস্থায়, উক্ত ধারার অধীনে এই মূল্য বৃদ্ধির প্রস্তাবটি আপাতত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ