নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় তদানীন্তন বিডিআরের সদর দপ্তর পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেকেই সরাসরি ভাবে জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি করেছেন এই ঘটনায় নিহতদের স্বজনরা।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর ১টি হোটেলে বিডিআর বিদ্রোহে ও হত্যাকাণ্ডে নিহত সকল সেনা ও সিভিলিয়ানদের পরিবার ৩ দফা দাবি জানায়।
আরও পড়ুন: বাংলাদেশ-দ. কোরিয়া কাজে উন্মুখ
নিহতদের স্বজনরা বলেন, দেশে বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকের হত্যায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র শেখ. ফজলে নূর তাপসসহ আরও অনেককে সরাসরি এই ঘটনার সাতে জড়িত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায় তারা।
তারা আরও বলেন, এই দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যেই মুক্ত বাকস্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি। ঠিক তেমনি শহীদ সেনাদের নামে গত ১৫ বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচার করুন।
প্রসঙ্গত, ২০০৯ সালের (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) রাজধানীর পিলখানাতে বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদ এবং ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হয়।
সান নিউজ/এমএইচ