নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমানের ১ যাত্রীর কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস । উদ্ধারকৃত সোনার মোট ওজন ৬ কেজি।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা কাস্টমস হাউসের পরিচালিত একটি অভিযানে এই সোনা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
বুধবার (১৪ আগস্ট) সকালে ঢাকা কাস্টম হাউসের ১ ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কাস্টমস হাউস জানায়, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট (SQ 446) এর ১ যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের মোট ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঐ যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়াও বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সান নিউজ/এমএইচ