সংগৃহীত ছবি
জাতীয়

সরকারকে স্বাগত জানালো কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন কূটনীতিকরা।

আরও পড়ুন: অবৈধ অস্ত্র জমার নির্দেশ

সোমবার (১২ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকরা এই মনোভাব ব্যক্ত করেন।

এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ বাইরের কোনও দেশের নিয়ন্ত্রণে নেই। দেশের জন্যই কাজ করছে সরকার। নির্বাচনের পরিবেশ তৈরি করা পর্যন্ত এই সরকার কাজ করবে।

তিনি বলেন, রাষ্ট্রদূতদের ডাকা হয় এ সরকারের উদ্দেশ্যগুলো জানাতে। এই উপদেষ্টা পরিষদের উদ্দেশ্যগুলো বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি আমরা। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। মানবাধিকার নিয়ে কথা বলা হয়েছে। আমাদের উপদেষ্টা পরিষদে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনের লোক আছে, তাদের জানানো হয়েছে। অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে আলোচনা হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, এই পরিষদের মূল লক্ষ্যই দেশকে গুছিয়ে নির্বাচন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। পরিবর্তন পর্যন্ত এ সরকার থাকবে। সেক্ষেত্রে আপাতত কোনও সময়সীমা বলা যাচ্ছে না। অন্তত আরও মাসখানেক তো লাগবেই এ বিষয়ে কথা বলতে।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা

তিনি জানান, তরুণদের সংসদে চেয়েছেন কূটনৈতিকরা। তারা বলছেন, তরুণরা অনেক বড় একটা কাজ করেছেন। আগামীতে যে নির্বাচন হবে, সেখানেও যেন তরুণদের প্রতিনিধি থাকে। আমরা বলেছি, আমাদের উপদেষ্টা পরিষদে তরুণদের দুজন প্রতিনিধি রয়েছেন। তরুণরা অনেক বড় অবদান রেখেছেন, তাদের কিছু চাহিদাও রয়েছে, সেগুলো প্রাধান্য পাবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে বিভিন্ন মিডিয়ায় ও ভারত থেকে যেসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এক্ষেত্রে বর্তমান পরিষদের দৃষ্টিভঙ্গি কী, জানতে চাইলে তিনি বলেন, প্রোপাগান্ডা সরকার কখনও করে না। আমরাও করব না। এক্ষেত্রে আপনাদের (মিডিয়া) ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ব্রিফিংয়ে বিভিন্ন দেশের ৬৪ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা