নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন : লুটতরাজ বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ
বুধবার (৭ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করব। আগামীকাল রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।
আরও পড়ুন : বিজয় যেন হাতছাড়া না হয়
অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে আভাস দেন সেনাপ্রধান।
দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হবে।
সান নিউজ/এমআর