নিজস্ব প্রতিবেদন: সারা দেশে ২ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আবারও চালু হয়েছে।
আরও পড়ুন: সরকার ইন্টারনেট বন্ধ করেনি
সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে ব্রডব্যান্ড সেবা আবারও চালু হয়।
ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। এছাড়া, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা 4G সেবা বন্ধ করে দেয়।
আরও পড়ুন: ঝিগাতলায় গুলিতে নিহত ১
মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানান, 4G সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।
আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার প্রবেশপথগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চেকপোস্ট বসিয়ে সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে চেকপোস্ট পার হতে পারছে না কেউ।
সান নিউজ/এএন