নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার নতুন বাজারে গুলিবিদ্ধ কিশোর ইমন (১৭) নামের ১ কিশোর মারা গেছে।
শনিবার ( ৩ আগস্ট) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দেশের ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
নিহত কিশোর, কুমিল্লা জেলার মুরাদনগর থানার চানপুর গ্রামের মো. সেলিম আলী ছেলে। বর্তমানে তারা বাড্ডা এলাকাতে ভাড়া বাসায় বসবাস করতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিগত শনিবার (২০ জুলাই) রাজধানীর নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের বড় বোন সামিয়া আক্তার জানান, আমার ছোট ভাই ইমন নতুন বাজার এলাকায় ১টি ভাতের হোটেলে কাজ করতো। শনিবার (২০ জুলাই) সে
ঐ হোটেলের সামনে গুলিবিদ্ধ হয় এ বং আজ ভোর রাতে আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: ১৫৮ সমন্বয়ক টিম গঠন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে এই নিয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় ৮জনের লাশ বিনা ময়নাতদন্তে পরিবার নিয়ে চলে গেছেন।
সান নিউজ/এমএইচ