নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৯ নং ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এই ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সোয়া ৪টায় ভবনের নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে এই আগুন লাগার কারণ জানা যায়নি।
আরও পড়ুন: সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিলেন
আগুনের খবর পেয়ে বিকেল সাড়ে ৪ টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাংলাদেশ সচিবালের আগুনটি লাগে ১টি ইলেকট্রিক বোর্ডে। এটি একটি ছোট আগুন ছিল। এটি নিয়ন্ত্রণে আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা আগুন নিভিয়ে ফেলি।
সান নিউজ/এমএইচ