নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে কারফিউ শিথিল অবস্থায় স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। ট্রেন চলাচলের এই সময় হবে ৫ ঘণ্টা। আগামীকাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।
আরও পড়ুন : পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে
এর বাইরে তিতাস কমিউটার ট্রেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরতি যাত্রা শুরু করবে।
বুধবার (২৪ জুলাই) চলমান পরিস্থিতিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন চলাচলের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন : সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী আগামীকাল ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি কমিউটার ট্রেন চলাচল করে। তবে কারফিউকালীন আগামীকাল এই ট্রেন তিন-চারবার আসা-যাওয়া করতে পারে। তবে ঠিক কতবার ট্রেন চলাচল করবে তা নিশ্চিত নয়।
সান নিউজ/এমআর