নিজস্ব প্রতিবেদক: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলায় (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা-৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং বাকি জেলাগুলোর বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে তিনি এই কথাটি জানান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মামলা দিলে সরকার দেখবে
শুক্রবার(১৯ জুলাই) রাত ১২টা-(২১ জুলাই) রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরই পরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার (২১ জুলাই)-মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ছিল। এরই আগের ২দিন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সেই হিসেবে টানা ৫দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে সরকারি অফিস।
সান নিউজ/এমএইচ