নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চাঁনখারপুলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এমন দৃশ্য দেখা যায়। বিকেল পৌনে ৫টার দিকে সেখানে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয়পক্ষকে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। কিছুক্ষণ পরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়।
আরও পড়ুন : ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে ছাড় নয়
বিকেল ৫টা ১৭ মিনিটের দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিক থেকে কয়েকটি গুলি করতেও দেখা যায়। এতে ৩ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে তাদের কেউই কথা বলতে রাজি হননি।
সান নিউজ/এমআর