নিজস্ব প্রতিবেদক: ঢাকার নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পত্রপত্রিকা দেখে ঘাবড়াবার কিছু নেই
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বৈঠকে সৌদি আরবের সাথে আমাদের ফরেন অফিস কনসালটেশনের অগ্রগতি, এ সময় চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের প্রতারণার হাত থেকে রক্ষায় (বাংলাদেশ-সৌদি) আরবের একটি যৌথ টাস্কফোর্স, এরপর সৌদি আরবে বাংলাদেশিদের নিজ নামে ব্যবসা নিবন্ধন, চট্টগ্রামের মিরের সরাইয়ে (৩০০ একর) জমিতে সৌদির বিনিয়োগসহ এই দেশের অর্থনৈতিক খাতে সৌদি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।
সান নিউজ/এমএইচ