নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের ১টি প্রতিনিধি দল। এই বৈঠক শেষে “ভালো আলোচনা হয়েছে” বলে জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
আরও পড়ুন: সেতুমন্ত্রীর সাথে শিক্ষকদের বৈঠক
শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আ’লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এই বৈঠক শুরু হয়। এরপর দুপুর ১টায় এই বৈঠকটি শেষ হয়।
এ সময় বৈঠক শেষে নিজামুল হক জানান, আমাদের ৩ দফা দাবি নিয়ে সেতুমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। তাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। এরপর শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে তার পরে মিডিয়ার সাথে কথা বলবো।
সারাদেশে শিক্ষকদের চলমান এই কর্মবিরতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সাথে আমরা কথা বলে, এ সময় শিক্ষক সমিতির সাথে কথা বলে এবং তাদের সাথে সভা করে আমরা চুড়ান্ত সিদ্ধান্ত নেবো।
আরও পড়ুন: চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কাল
এরপর আপনাদের দাবি তো সরকারের কাছে, রাজনৈতিক দলের সাথে আলোচনায় এলেন কেন? এমন একটি প্রশ্নের জবাবে শিক্ষক নেতা বলেন, আ’লীগ সাধারণ সম্পাদক উনি ১জন জাতীয় নেতা। তিনি প্রধানমন্ত্রীর নিদের্শে আমাদের সাথে এই বৈঠকে বসেছেন।
সান নিউজ/এমএইচ