নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪ দিনের জন্য চীন সফর শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই সূচিতে পরিবর্তন এনে বুধবার (১০ জুলাই) রাতেই বাংলাদেশে ফিরবেন তিনি।
বুধবার (১০ জুলাই) দুপুরে আ’লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ১ সংবাদ সম্মেলনে এই কথা জানায়।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি আহ্বান
এ সময় কেন ১দিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণেই বেইজিংয়ে রাত্রিযাপন না করে দেশেই ফিরছেন তিনি।
সাধারণ সম্পাদক বলেন, আ’লীগ সভাপতির সকল কর্মসূচি শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন করবেন না। এরপর স্থানীয় সময় বুধবার আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবে।
সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল বাংলাদেশেই অবস্থান করছেন। এ সময় তিনি কিছুটা অসুস্থ আছেন। এই কারণে প্রধানমন্ত্রী রাতেই বাংলাদেশে ফিরছেন। এতে যারেই বলছেন প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুল বার্তা।
সান নিউজ/এমএইচ