নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের অবরোধের কারণে ঐ সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ মে) সকাল ১১টায় মহাখালীর আমতলীতে তিতুমীর কলেজসহ অন্যান্য শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপর মহাখালী আমতলী সড়ক অবরোধ করে তারা। এতে সকাল ১২টা থেকে মহাখালী আমতলী মোড়ের ৪দিকের সড়ক বন্ধ রয়েছে। এ সশয় সড়ক অবরোধ করে তারা স্লোগান দিতে থাকেন, একে তো কোটার বাশ, তার উপর প্রশ্নফাঁস।
আরও পড়ুন: শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান
অপরদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের চলাকালে সরকারি চাকরির ১ম ও ২য় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর ৪ সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সাথে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে “লিভ টু আপিল” করতে বলেছেন আদালত। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার (৭ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।
এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়ের আভাস
এটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
সান নিউজ/এমএইচ