নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তার নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণেই দেশের অসহায় মানুষরা উপকৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
আরও পড়ুন: বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
শুক্রবার (৫ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজারের নিজ বাসভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই মানুষ উপকার পায়। ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও ক্রীড়া সংগঠনের মানুষ সহায়তা পাচ্ছেন।
অনুষ্ঠানে ৮ জনকে ৫০ হাজার টাকা, ২০ হাজার টাকা করে ১৫টি মসজিদ ও ১০টি মন্দির, ৫০ হাজার টাকা করে ৪৬টি সাংস্কৃতিক সংগঠন, ৫০ হাজার টাকা করে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ২০টি ক্লাব এবং ৫০ হাজার টাকা করে ১৪টি এতিমখানাকে চেক প্রদান করেন মন্ত্রী।
সান নিউজ/এএন