নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৪তলা থেকে পড়ে মো. ফারুক (৩০) নামে ১ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। এর পরে গুরুতর আহত অবস্থায় থাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাস-ট্রাকের সংঘর্ষে হতাহত ৩০
নিহত ব্যক্তি, নেত্রকোণা জেলার কলমাকান্দা থানা এলাকায় বসবাস করেন। বর্তমানে তিনি বসুন্ধরার ২ নম্বর রোডের এইচ ব্লকে নির্মাণাধীন ভবনে থাকতেন।
নিহত ফারুকের মামাতো ভাই ওমর ফারুক জানান, আমরা বসুন্ধরার ২ নম্বর রোডের এইচ ব্লকে নির্মাণাধীন ভবনে কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত ওই নিচে পড়ে যায়। এর পরে গুরুতর ভাবে আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ভাই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
সান নিউজ/এমএইচ